রাজশাহীতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লোকমান চৌধুরী।কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার হাফিজ আহমেদ মুরশেদসহ কর বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।রাজশাহী কর অঞ্চল আয়োজিত এ মেলায় আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমার সুযোগ থাকছে। থাকছে সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথ। নতুর করদাতাদের জন্য ই-টিআইএন/রি-রেজিস্ট্রেশন প্রাপ্তিসহ আয়কর প্রদান সাপেক্ষে কর পরিশোধ সনদপত্র প্রাপ্তির সুবিধা থাকবে। আরো থাকবে কর দাতাদের রিটার্ন পূরণ সংক্রান্ত সহায়তার জন্য হেল্প ডেস্ক। থাকবে ফুড কোর্টে চা-কফি এবং স্নাক্স ক্রয়ের সুবিধা।সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে আগামী ২২ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আয়কর দাতাদের সংখ্যা বাড়াতে রাজশাহী কর অঞ্চল চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস