Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজশাহীতে সপ্তাহব্যাপী আয়কর মেলা, শেষ হবে আগামী ২২ সেপ্টেম্বর
বিস্তারিত

রাজশাহীতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।  নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লোকমান চৌধুরী।কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার হাফিজ আহমেদ মুরশেদসহ কর বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।রাজশাহী কর অঞ্চল আয়োজিত এ মেলায় আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমার সুযোগ থাকছে। থাকছে সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথ। নতুর করদাতাদের জন্য ই-টিআইএন/রি-রেজিস্ট্রেশন প্রাপ্তিসহ আয়কর প্রদান সাপেক্ষে কর পরিশোধ সনদপত্র প্রাপ্তির সুবিধা থাকবে। আরো থাকবে কর দাতাদের রিটার্ন পূরণ সংক্রান্ত সহায়তার জন্য হেল্প ডেস্ক। থাকবে ফুড কোর্টে চা-কফি এবং স্নাক্স ক্রয়ের সুবিধা।সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে আগামী ২২ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আয়কর দাতাদের সংখ্যা বাড়াতে রাজশাহী কর অঞ্চল চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/09/2014